বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাগদান সারলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
জন্মদিনে বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানান তিনি।
ফেসবুকে মিম লিখেছেন, ছয় বছর আগে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলাম। আজকের দিনটি খুবই বিশেষ একটি দিন। চিরদিনের জন্য আজকের দিনটা শুরু হলো। নতুন একটি অধ্যায় শুরু হলো। অবশেষে বাগদান সম্পন্ন।
বাগদানের খবর রাতে জানালেও অবশ্য আগে থেকেই জন্মদিনে এক বিশেষ খবর দেওয়ার ইঙ্গি দিয়েছিলেন এই নায়িকা। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন বিশেষ মানুষটিকে। তবে তার নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।
আরো পড়ুন: