বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ আর নেই। ৮৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
তার প্রকাশক এই খবর নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উইলবার স্মিথ বুকস ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিকেলে (১৩ নভেম্বর) মৃত্যুর সময় স্ত্রী নিসো লেখকের পাশে ছিলেন।
স্মিথের ৪৯টি প্রকাশিত বই বিশ্বব্যাপী ১৪০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ১৯৬৪ সালে তার প্রথম উপন্যাস হোয়েন দ্য লায়ন ফিডস প্রকাশের পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
১৯৩৩ সালের ৯ জানুয়ারি উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে জন্মগ্রহণ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোনো একটির অন্তর্ভুক্ত ছিল। সিরিজগুলো হলো- কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন।