নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার এবং মাস্টার্সের ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর শুরু হবে। সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরোও পড়ুন: বুধবার থেকে এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড বিতরণ
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার এবং মাস্টার্সের ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগের ছাত্রছাত্রীরা অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার এবং মাস্টার্সের ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষাধীন রয়েছেন তাদের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হবে।