অপরাধ ও দূনীতিসর্বশেষ

ছোরা হাতে এএসআই, পরিস্থিতি নিয়ন্ত্রণ ‘কৌশল

রাতের একটি ভিডিও। একজনকে জাপটে ধরে রেখেছেন এক পুলিশ সদস্য। আরেক সদস্য বড় ছোরা হাতে নিয়ে ধাওয়া করছেন সংঘর্ষে লিপ্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ সেকেন্ডের এই ভিডিওটি এখন ভাইরাল।

ঘটনাটি কুমিল্লার দ্বেবীদ্বারে এক ইউপিতে নির্বাচনী সহিংসতার।

জানা যায়, উপজেলার ১৩ নম্বর ধামতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

নির্বাচনী অফিসে ঢুকে নৌকা প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দিনের ওপর স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মিঠুর (আনারস) নেতৃত্বে এ হমলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নৌকার নির্বাচন সমন্বয়ক ওমর ফারুক বাদী হয়ে থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন। এতে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো সাদেকুর রহমান সরকারসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার সময়ের ১৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে থানার এএসআই মো. আনোয়ার হোসেনকে একটি ছোরা হাতে দেখা গেছে। ওই ছোরার উল্টো পিঠ দিয়ে এক ব্যক্তিকে আঘাত করতেও দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *