সিনেমার সেটে প্রেম, এরপর গোপনে বিয়ে, অতঃপর সন্তান আগমনের খবর দেন তারা। বলছি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ দম্পতির কথা।
গেলো শুক্রবার (২১ জানুয়ারি) দুই তারকার পরিবারের ইচ্ছায় ঘরোয়া আয়োজনে হলো রাজ-পরীর হলুদ ছোঁয়া। আজ শনিবার (২২ জানুয়ারি) রয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
এদিকে রাজ-পরীর গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন! শুক্রবার রাত থেকেই বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের হট টপিকে পরিণত হয়েছে ছবিগুলো!
পরিবারের সদস্যরা ছাড়াও গায়ে হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন অভিনেতা ডি এ তায়েব, নির্মাতা চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন।
দেখে নিন রাজ-পরীর হলুদ সন্ধ্যার এক ঝলক-