চড়কাণ্ডের পর অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ
৯৪তম অস্কারের মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় কষিয়েছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ আর চড়কাণ্ডের পর অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ। খবর বিবিসির।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক বলে বিবেচিত অস্কার পুরস্কারের আয়োজন করে। কিন্তু এবারের অস্কারের মঞ্চে পুরস্কারের চেয়ে বড় হয়ে দাঁড়ায় উইল স্মিথের চড়কাণ্ড।