খেলাধুলাসর্বশেষ

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি পিএসজি ও রিয়াল

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি পিএসজি ও রিয়াল

এবার চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি পিএসজি ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে রাতে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগে এগিয়ে যাওয়ার মিশনে পার্ক দে প্রিন্সেসে মেসি-এমবাপ্পের দিকে চোখ থাকবে ফরাসি সমর্থকদের। আর রিয়ালের সবচেয়ে বড় তারকা বেনজেমার দিকে তাকিয়ে কোচ আনচেলত্তি।

এদিকে ম্যাচের মূল ফোকাসে থাকবেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুই বছর ধরেই তাকে নিয়ে আলচনায় বসেছে রিয়াল মাদ্রিদ। তবে অনেক প্রচেষ্টার পরও তাকে দলে ভেড়াতে পারেনি রিয়াল।

এবার অবশ্য সম্ভাবনাটা বেশ জোরালো। কারণ চলতি মৌসুম শেষে যে শেষ হতে চলেছে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি। কিন্তু ম্যাচের আগে এসব নিয়ে ভাবছেন না রিয়াল কোচ আনচেলত্তি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়ালের বিপক্ষে মেসিদের কাছে ম্যাচটা যেমন, এমবাপ্পের কাছেও ম্যাচটা তেমনই।

আনচেলত্তি বলেন, ‘যেসব খেলোয়াড়রা খেলে, তারা সবাই চায় দলকে সাহায্য করতে ও প্রতিপক্ষকে হারাতে। এমবাপ্পে এই ম্যাচ নিয়ে তেমনটাই ভাবছে, যেমন ভাবছে ভিনিসিয়াস, বেনজেমা অথবা মেসি। সে আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে চাইবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *