খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগ: ফের মুখোমুখি বায়ার্ন-বার্সেলোনা, ম্যানসিটি-পিএসজি

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: তুরস্কের ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের ড্র’য়ে গ্রুপ পর্বের দলগুলো নিশ্চিত করে উয়েফা। আবারও চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে এবারও পাচ্ছে গতবারের ইন্টার মিলান ও শাখতার দোনেস্ককে।

গতবার সেমিফাইনালে খেলা দুই প্রতিপক্ষ পিএসজি ও ম্যানচেস্টার সিটি এবার পড়েছে একই গ্রুপে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ‘এইচ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামোকে।

এবারের ডেথ গ্রুপ বলা যায় ‘বি’ গ্রুপকে। লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে এ গ্রুপে আছে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক তিন চ্যাম্পিয়ন লিভারপুল, এসি মিলান ও পোর্তো।

একনজরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দলগুলো:

‘এ’ গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ

‘বি’ গ্রুপ: অ্যাতলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান

‘সি’ গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস

‘ডি’ গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, শেরিফ তিরাসপুল

‘ই’ গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ

‘এফ’ গ্রুপ: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ

‘জি’ গ্রুপ: লিল, সেভিয়া, সালসবুর্ক, ভলফসবুর্ক

‘এইচ’ গ্রুপ: চেলসি, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, মালামো

সেপ্টেম্বরের ১৪ ও ১৫ তারিখ মাঠে গড়াবে প্রথম রাউন্ডের খেলা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *