লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন সাদিও মানে। বায়ার্ন মিউনিখের সঙ্গে ৩৫.১ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই হয়েছে লিভারপুলের।
২০২৩ সাল পর্যন্ত চুক্তি ছিল। চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই ইংল্যান্ডের ক্লাব লিভারপুল ছেড়ে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন সেনেগালের ফুটবলার সাদিও মানে। বায়ার্ন মিউনিখের সঙ্গে ৩৫.১ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই হয়েছে লিভারপুলের। তার পরেই মানেকে ছাড়তে রাজি হয়েছে য়ুর্গেন ক্লপের দল।
২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন মানে। ২০১৭ সালে মহম্মদ সালাহ লিভারপুলে যোগ দেওয়ার পরে মানে, সালাহ ও ফির্মিনহোকে নিয়ে ভয়ঙ্কর আক্রমণ তৈরি করেন ক্লপ। তার জেরে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি গিয়েছে ক্লাবে।
লিভারপুলের হয়ে মোট ২৬৯টি ম্যাচ খেলেছেন মানে। গোল করেছেন ১২০টি। কোচ ক্লপের অন্যতম পছন্দের ফুটবলার ছিলেন মানে। তাঁকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন ক্লপ।