প্রচ্ছদ

চীন প্রতিবেশী দেশের জন্য হুমকির নয়: প্রেসিডেন্ট জিনপিং

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: আসিয়ানের সঙ্গে সম্পর্কের ৩০ বছর পূর্তিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন তার প্রতিবেশী ছোট দেশগুলোকে কখনও ভয় দেখাবে না।

সোমবার ভার্চ্যুয়াল এক শীর্ষ সম্মেলনে আসিয়ান নেতাদের উদ্দেশ্যে চীনা প্রেসিডেন্ট এই কথা বলেন।

ফিলিপাইনস, ভিয়েতনাম, ব্রুনাই, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ১০ দেশের সংস্থা আসিয়ান।

তবে ফিলিপাইনস, ভিয়েতনাম, ব্রুনাই ও মালয়েশিয়ার সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বিবাদ রয়েছে।

সোমবার শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট বলেন, চীন কখনই ছোট দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চাইবে না। ‘চীন সবসময় আসিয়ানের ভালো বন্ধু, প্রতিবেশী ও অংশীদার ছিল, আছে এবং থাকবে।’

ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে সম্মেলনে বলেন, তিনি বিবাদ ‘ঘৃণা’ করেন। দুতার্তে বলেন, বিবাদ মেটানোর একমাত্র উপায় হচ্ছে আইনের শাসন। তিনি ২০১৬ সালে আন্তর্জাতিক সালিসের দেওয়া এক রায়ের কথা উল্লেখ করেন। সেখানে বলা হয়েছিল, দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের দাবির কোনো আইনগত ভিত্তি নেই।

আরো পড়ুন:

দক্ষিণ চীন সাগরে ফের সাপ্লাই জাহাজ পাঠাচ্ছে ফিলিপাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *