ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: চীন-তাইওয়ান দুই দেশের মধ্যকার অনানুষ্ঠানিক সীমারেখা এবং তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রমকারী দশটি চীনা বিমানকে সতর্ক করার জন্য যুদ্ধ বিমান পাঠিয়েছে তাইওয়ান।
গত শনিবার, স্থানীয় সময় সকাল ৬ টার মধ্যে নয়টি চীনা যুদ্ধবিমান এবং একটি সামরিক ড্রোন এ মধ্যরেখা অতিক্রম করে।
চীনের শত হুমকির সত্ত্বেও তাইওয়ানের প্রেসিডেন্ট, সাই ইং-ওয়েন মধ্য আমেরিকা ভ্রমণকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে দেখা করেন।
তাইওয়ানকে চীন তাদের নিজস্ব অঞ্চল বলে দাবি করে। সেইসাথে তাইওয়ানের উপর নিজেদের প্রভাব বিস্তারের জন্য চীন প্রায়শই তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম অংশে চীনা বিমান বাহিনির দ্বারা হামলা চালাচ্ছে।
চীনের পক্ষে থেকে তাইওয়ানের সাথে সর্বশেষ সম্পর্ক ছিন্ন করে হন্ডুরাস। তাদের সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গুয়েতেমালা সফরে গিয়েছেন সাই। তিনি প্রতিবেশি দেশ বেলিজেতেও যাবেন বলে জানা যায়।
মধ্য আমেরিকা থেকে চলতি মাসের শেষদিকে তাইওয়ান ফেরার পথে লস এঞ্জেলসে ম্যাকার্থির সাথে দেখা করবেন সাই।
এ ব্যাপারে ওয়াশিংটন মন্তব্য করে, সাইয়ের এই অতি স্বাভাবিক সফর নিয়ে চীনের মাথাব্যথার কোন কারণই নেই।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মাও নিং গত বুধবার এক সংবাদ সম্মেলনে জানান যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের যে কোনও ধরনের সম্পর্কের বিরোধিতা করবে চীন। তিনি তাইওয়ান সরকারের যুক্তরাষ্ট্র ভ্রমণের বিরোধিতাও করেন। তিনি জানান, তাইওয়ান – যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক চীন নীতিকে লঙ্ঘন করেছে।
গত বছর, চীন তাইওয়ানকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। একইসাথে তৎকালীন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান পরিদর্শনের পর ক্ষুব্ধ চীন তাইওয়ানের চারপাশে সামরিক মহড়াও শুরু করেছিল। ন্যান্সির তাইওয়ান ভ্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককেও উত্তেজিত করে তোলে।
ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরপরই, ২০২২ সালের আগস্ট থেকে চীন তাইওয়ানে সামরিক কার্যক্রম শুরু করে, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
এই মাসে এখন পর্যন্ত, চীন তাইওয়ানের আশেপাশে ২৯২ টি সামরিক বিমান এবং ৭৬ টি নৌযান পাঠিয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চীন তাইওয়ানের উপর বিমান বাহিনির কার্যক্রমও বাড়িয়েছে।
২০২২ সালের ২-৩ আগস্ট, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর, চীন তাইওয়ানের উপর তার সামরিক পদক্ষেপ বৃদ্ধি করে এবং তাইওয়ানের ছয়টি স্থানে লাইভ ফায়ার ড্রিল পরিচালনা করে।