প্রচ্ছদ

 চীনা প্রেসিডেন্ট যুক্ত হবেন জি২০ সম্মেলনে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও লিংকের মাধ্যমে জি২০ গ্রুপের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, ৩০-৩১ অক্টবর রোমে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট।

২০২০ সালের শুরুর পর চীন ছেড়ে কোথাও যাননি শি জিনপিং। ওই সময়ে বিশ্ব জুড়ে স্পষ্ট হতে শুরু করে করোনা মহামারি।

ধনী দেশগুলোর জোট জি২০ সম্মেলনে শারিরীকভাবে উপস্থিত থাকছেন না আরও বেশ কয়েকজন নেতা। এর মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তবে সম্মেলনের আয়োজক ইতালি আশা করেছিলো সব নেতারই মুখোমুখি দেখা হবে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন তিনি সম্মেলনে উপস্থিত থাকবেন।

জি২০ দেশগুলোই বৈশ্বিক কার্বনের ৮০ শতাংশই নিঃসরণ করে। স্কটল্যান্ডে জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরুর আগে আশা করা হচ্ছে জি২০ সম্মেলন থেকে কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

জলবায়ু সম্মেলনেও শারিরীকভাবে উপস্থিত থাকবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরো পড়ুন:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *