নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মাত্র ৫০ হাজার টাকায় জাতীয় চিড়িয়াখানা থেকে কেনা যাবে চিত্রা হরিণ। আজ সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (প্রাণিসম্পদ-২) এক প্রজ্ঞাপনে হরিণের এই দাম নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পরিপ্রেক্ষিতে জাতীয় চিড়িয়াখানার উদ্বৃত্ত প্রতিটি চিত্রা হরিণের বিক্রয় মূল্য ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণে সম্মতি প্রদান করা হলো।
প্রসঙ্গত, ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রাণী বিক্রি করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর আগে বেশ কিছু হরিণ বিক্রি করা হয়েছে ৭০ হাজার টাকা দামে।
দীর্ঘ ১৪৭ দিন বন্ধ থাকার পর গত ২৭ আগস্ট সকাল ৯টা থেকে খুলেছে জাতীয় চিড়িয়াখানা। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের চিড়িয়াখানায় প্রবেশ করতে হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২ এপ্রিল জাতীয় চিড়িয়াখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি সংক্রমণ কমে আসায় ২৭ আগস্ট থেকে পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন: