ধূমকেতু ডেস্ক : হঠাৎ করেই বেড়ে গেছে চালের দাম । এত করে নিম্ন আয়ের মানুষের মাঝে এক ধরণের অসন্তোষ বিরাজ করছে । আর তাই চালের বাজারের অস্থিতিশীলতা কাটাতে দেশের প্রতিটি জেলায় মনিটরিং টিম গঠন করা হয়েছে ।

মঙ্গলবার ( ১৫ জানুয়ারি ) বিকেলে নওগাঁ সার্কিট হাউজে রাজশাহী বিভাগের খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, প্রতিটি জেলা থেকে মোটা, মাঝারি ও সরু চালের প্রকৃত দাম জেনে নেয়া হয়েছে। চালের বাজারের পাশাপাশি কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, খাদ্য বিভাগের মহা পরিচালক আরিফুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেনসহ রাজশাহী বিভাগের ৮ জেলার খাদ্য বিভাগের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *