প্রচ্ছদ

চালক সংকট সামাল দিতে সেনা মোতায়েন দিলো ব্রিটেন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ব্রিটেনে চলমান ভারি ট্রাকচালক সংকট সামাল দিতে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির স্টোরেজ ডিপোতে কমব্যাট ফ্যাটিগ পরা অবস্থায় তাদের দেখা গেছে। ব্রিটেনে চালকের অভাবে পেট্রল ও অন্যান্য সামগ্রী দেশটির বিভিন্ন অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না। সোমবার (৪ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট ও করোনার কারণে ব্রিটেনে মোটরশ্রমিক সংকট দেখা দিয়েছে। ট্রাকারের অভাবের মধ্যে জ্বালানি না পাওয়ার আতঙ্কে বড় শহরগুলিতে বিশৃঙ্খল দৃশ্য সৃষ্টি হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক বলেছেন, অতিরিক্ত সতর্কতা হিসাবে আমরা অতিরিক্ত ড্রাইভার নামিয়েছি। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, তারা দেখেছেন লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ড জুড়ে কমপক্ষে দুই ডজন পেট্রল স্টেশন এখনও বন্ধ রয়েছে। এখনও খোলা স্টেশনগুলোর বাইরে তেল নিতে চালকদের লম্বা সারি দেখা গেছে।

আরো পড়ুন:

পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *