২০১৭ সালে মালিতে জঙ্গিদের দ্বারা অপহৃত কলম্বিয়ার এক নানকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রপতির দেওয়া টুইট বার্তায় ওই নান সিস্টার গ্লোরিয়া সিসিলিয়া নারভেজের “সাহস এবং সাহসিকতার” প্রতি শ্রদ্ধা জানানো হয় মুক্তির পর তার ছবি শেয়ার করা হয়। রাষ্ট্রপতি বলেন, “তার মুক্তি চার বছর আট মাসের বিভিন্ন বুদ্ধিমত্তা পরিষেবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”
এক বিবৃতিতে মালির কর্নেল আসিমি গোইতা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন যে মালিতে এখনও যাদের আটক করা হচ্ছে তাদের মুক্তির জন্য জোর প্রচেষ্টা চলছে। এরইমধ্যে বামাকোর প্রধান বিশপ, জিন জেরবো, নারভেজের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি ভালো করেছেন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমরা তার মুক্তির জন্য অনেক প্রার্থনা করেছি। আমি মালিয়ান কর্তৃপক্ষ এবং অন্যান্যদের ধন্যবাদ জানাই যাদের জন্য এই মুক্তি সম্ভব হয়েছে।”
এদিকে সিসিলিয়া নারভেজের মুক্তির বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছে তার ভাই এডগার নারভেজ। তিনি বলেন, আমার বোন সুস্থ আছে ঈশ্বরকে ধন্যবাদ।
ওই নানকে মুক্ত করার জন্য আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বন্দী অবস্থায় তার সাথে খারাপ আচরণ করা হয়নি এবং সেই সময় তিনি পবিত্র কুরআন শরীফ শিখেছিলেন। এই আলোচনা কয়েক বছর ধরে চলছিলো।