প্রচ্ছদ

চাপে পড়ে কপ-২৬-এ যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: দ্বিধাদ্বন্দ্বে থাকার পর অবশেষে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬-এ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে নতুন চুক্তির জন্য দরকষাকষি করতে আগামী মাসে গ্লাসগোতে সম্মেলনে বসছেন বিশ্বনেতারা। গত মাসে ওই সম্মেলন বয়কটের ইঙ্গিত দিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন মরিসন। খবর বিবিসির।

শুক্রবার মরিসন সাংবাদিকদের বলেন, গ্লাসগো সম্মেলনে আমার উপস্থিতি নিশ্চিত করছি, অংশ নিতে আগ্রহী হয়ে আছি। এটা একটি গুরুত্বপূর্ণ আয়োজন। কয়লা এবং গ্যাসের বড় উৎপাদক অস্ট্রেলিয়া। জলবায়ু ইস্যুতে জোরালো পদক্ষেপ নেওয়ার চাপে রয়েছেন তারা।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়ার জলবায়ু নীতি এবং কার্বন নিঃসরণ কমানোর পরিমাণ বিশ্বে সবচেয়ে নিকৃষ্ট।

আরো পড়ুন:

সীমান্ত বিরোধ নিরসনে চীন-ভুটান বোঝা, সতর্ক ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *