খেলাধুলা

‘চাচা’ কে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে পিসিবি

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহের সীমা থাকে না। ম্যাচ যতই এগিয়ে আসে, দর্শকদের উত্তেজনা ততই বাড়তে থাকে। স্টেডিয়ামে গিয়ে এই খেলা দেখার জন্য দর্শকেরা উদ্‌গ্রীব থাকেন। প্রতিবারই টিকিটের জন্য হাহাকার পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। দুবাইতে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী হওয়ার জন্য হন্যে হয়ে ছুটে আসছেন দুই দলের সমর্থকেরা। এমনই একজন ‘চাচা ক্রিকেট’, যিনি পাকিস্তান ক্রিকেটের অন্ধভক্ত।

বহু চেষ্টা করেও আজ খেলা দেখার টিকিট পাননি পাকিস্তান ক্রিকেটের নতুন এই ‘চাচা’। তাই টুইট করে আজকের খেলা দেখার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করেন। পিসিবিও নিরাশ করেনি তাদের এই একনিষ্ঠ ভক্তকে।

‘চাচা ক্রিকেট’ নামে পরিচিত হলেও মানুষটির নাম সুফি আবদুল করিম। তিনি একসময় আবুধাবির বন বিভাগে চাকরি করতেন। দুবাইতে পাকিস্তানের খেলা ম্যাচগুলোয় নিয়মিত উপস্থিত হতে হতে একসময় পাকিস্তানের সমর্থক হিসেবে পরিচিত পান। লম্বা সাদা দাড়ি এবং সবুজ কোর্তা পরিধান করা মানুষটিকে এখন সবাই ‘চাচা ক্রিকেট’ হিসেবে একনামে চেনে।

বরাবরের মতো এবারও পাকিস্তানের খেলা মাঠে বসে দেখার জন্য প্রস্তুতি নেন, কিন্তু ভারতের বিপক্ষে খেলা বলেই কি না এত মানুষের ভিড়ে আর টিকিটটা পাওয়া হয়নি আবদুল করিমের। নিরুপায় হয়ে পিসিবিকে ট্যাগ করে টুইট করেন। অনুরোধ জানান তাকে আজকের খেলা দেখার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই একনিষ্ঠ ভক্তকে খালি হাতে ফেরায়নি পিসিবি।

টুইটটি চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আবদুল করিমের সঙ্গে যোগাযোগ করেন পাকিস্তান ক্রিকেট দলের টিম ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজার। তিনি যাতে মাঠে বসেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তানের আজকের এই ম্যাচ দেখতে পারেন, এর সব ব্যবস্থাই করে দিয়েছেন তাঁরা। বরাবরের মতো আজকের ম্যাচেও পাকিস্তানের হয়ে গ্যালারি মাতাবেন তিনি।

এর আগে ২০১৯ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের আগে চাচা বশির নামের আরেক পাকিস্তানি ভক্ত আলোচনায় এসেছিলেন। মহেন্দ্র সিং ধোনির ভক্ত হিসেবে পরিচিতি লাভ করা এই পাকিস্তানিও সে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হন। পরে ধোনি নিজে উদ্যোগী হয়ে তাকে খেলা দেখার সব রকম ব্যবস্থা করে দেন।

আরো পড়ুন:

উত্তাপ বাড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ || টিকিটের দাম আকাশছোঁয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *