ধূমকেতু ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে প্রজেক্ট অফিসার নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে।
ইঞ্জিনিয়ারিং, ইকোনোমিক্স, ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ল’, স্যোশাল/ পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের মাসিক ২,৫৭,৯৪৭ থেকে ৫,৪২,০৫১ টাকা মূল বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ২২ নভেম্বর বিকাল ৪টার মধ্যে আবেদন করতে হবে।