ধূমকেতু ডেস্ক: স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজের বিভিন্ন পদে ২৪ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।

পদগুলো হলো-

ক. এক্সিকিউটিভ-সেলস এন্ড মার্কেটিং

খ. প্রডাকশন অফিসার : ২টি

গ. সহকারী প্রডাকশন অফিসার : ২টি

ঘ. সেকশন ইনচার্জ/ সিনিয়র সুপারভাইজার : ৬টি

ঙ. মেকানিক্যাল ফিটার : ২টি

চ. লেদ ম্যান : ২টি

ছ. ড্রাইভার : ১টি

জ. নিরাপত্তা প্রহরী : ৮টি

আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি ও অন্যান্য কাগজপত্রসহ আবেদনপত্র ১ ডিসেম্বরের মধ্যে ‘মহাব্যবস্থাপক- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিঃ, পোঃ- জাতীয় বিশ্ববিদ্যালয়, ছয়দানা (মালেকের বাড়ী), থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর’ ঠিকানায় পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *