প্রচ্ছদ

চাঁদপুরে ইউএনও সানজিদা শাহনাজের মানবতা ও দায়িত্ববোধ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনায় আক্রান্ত হয়ে সকালেই মারা গেছেন স্ত্রী শাহনাজ বেগম (৫০)। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন শাহ আলম ভূঁইয়া (৬০)। তিন ছেলে প্রবাসে থাকায় নির্জন ঘরে স্ত্রীর লাশ নিয়ে কান্না করছিলেন তিনি। এমন পরিস্থিতি দেখে কাছে যাওয়ার সাহস করেনি প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনরাও।
এরইমধ্যে খবর পেয়ে তাৎক্ষণিক করোনা আক্রান্তের বাড়িতে উপস্থিত হন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। মুমূর্ষু অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান আর মৃত ওই নারীর দাফনের ব্যবস্থা করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর শহরে আব্দুর রব খানের বাসায় ভাড়া থাকতেন শাহ আলম ভূঁইয়া ও শাহনাজ বেগম। তাদের দুই ছেলে মধ্যপ্রাচ্যের দুবাই ও একমাত্র মেয়ে আমেরিকায় থাকেন। গত কয়েকদিন আগে শাহ আলম ভূঁইয়া ও শাহনাজ বেগম করোনায় আক্রান্ত হন। এমন পরিস্থিতিতে আশপাশের কাউকেই তারা নিজের অসুস্থতার কথা জানাননি।

এদিকে, সোমবার সকাল ৯টার দিকে মারা যান শাহনাজ বেগম। এসময় পাশের একজন ওই বাসায় কান্নার আওয়াজ শুনতে পান। পরে শাহ আলম নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে ঘটনা জানানো হলে তিনি ইউএনওকে খবর দেন। এরপর ইউএনও এসে মুমূর্ষু রোগীকে হাসপাতালে পাঠান এবং মৃতের দাফনের ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, এমন পরিস্থিতিতে শুধু মানবিকতা বিবেচনায় নয়, দায়িত্ববোধ থেকেই করোনায় আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।

চাঁদপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩০০ জন আর মারা গেছেন ১৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *