বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে তেলের দাম নির্ধারণে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ কথা জানান।
নসরুল হামিদ বলেন, বিশ্ব বাজারের সঙ্গে দেশে তেলের দাম সমন্বয় করতে একটা ফর্মুলা তৈরি করা হয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পেয়েছি। চলতি সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া সেচসহ সবকিছু সৌর বিদ্যুতের আওতায় কীভাবে বাড়াতে পারি, তা নিয়েও কথা হয়েছে। পাশাপাশি পেট্রোল পাম্পে তেল চুরি বন্ধের বিষয়ে ডিসিদের সহযোগিতা করতে বলা হয়েছে।
এলপিজি গ্যাসের দাম নির্ধারণের পরও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে— এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে কথা হয়েছে। ডিলারদের হাত থেকে যাতে কোনোভাবেই সাব-এজেন্টদের হাতে না যায়, সে বিষয়টি তারা নজরদারি করবে।