শিল্প ও বাণিজ্য

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভাড়া মওকুফ ১৬ মে পর্যন্ত

ধূমকেতু প্রতিবেদক: করোনাভাইরাস সঙ্কটের কারণে সৃষ্ট জট কমাতে আমদানি করা কন্টেইনার ভাড়া মওকুফে দ্বিতীয় দফা সময় বাড়ালো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার বন্দর পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বন্দরে আসা কন্টেইনারের ভাড়া শতভাগ ছাড় আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হল।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক ভাড়া মওকুফের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ প্রথম দফায় সকল প্রকার কন্টেইনারের ভাড়া ৪ মে পর্যন্ত মওকুফের ঘোষণা দিয়েছিল।

আমদানিকারক ও তৈরি পোশাক শিল্প মালিকরা পুনরায় দাবি জানায় কন্টেইনারের ভাড়া মওকুফের সময়সীমা বাড়ানোর। সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর বন্দরের কন্টেইনার ভাড়া ছাড়ের সময়সীমাও বাড়ানো হলো।

বন্দর কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস সঙ্কটে আমদানি-রপ্তানিকারকদের প্রণোদনা দেওয়ার উদ্দেশ্যে বন্দরে নামা কন্টেইনারগুলো ১৬ মের মধ্যে ডেলিভারি নিলে ভাড়া শতভাগ মওকুফ করা হবে।

চট্টগ্রাম বন্দর সচিব বলেন, “জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে নামা যেসব কন্টেইনার চারদিনের ফ্রি টাইম সরকার ঘোষিত ছুটি ২৬ মার্চ বা তার পরে শেষ হয়েছে, সেসব কন্টেইনার ১৬ মের মধ্যে ডেলিভারি নিলে ভাড়া মওকুফের বিষয়টি প্রযোজ্য হবে।”

এতে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কন্টেইনার ডেলিভারি বাড়বে এবং চলমান কন্টেইনার জট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *