ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এবং স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদকে বিচারাধীন বিষয়ে থানায় সালিশের ব্যবস্থা করার অভিযোগে, কেন আদালত অবমাননার দায়ে শাস্তি দেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলেছেন হাইকোর্ট।
নিজাম উদ্দিন এবং জসিম উদ্দিনকে তিন সপ্তাহের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল বেঞ্চ একটি কোম্পানির বিচারাধীন বিষয়ে ওসির সালিসের বৈধতা চ্যালেঞ্জ করে নূপুর এন্টারপ্রাইজের পরিচালক আহমেদ ফয়সাল চৌধুরী, আহমেদ রাসেল চৌধুরী এবং ফারজিন মনোয়ারের একটি আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ জারি করেন।
আবেদনকারীর আইনজীবী ইউসুফ আলী আদালতকে বলেন, ওসি নিজাম আহমেদ রাসেলকে ২৬ জুলাই থানায় ডেকে নুপুর এন্টারপ্রাইজের বিষয়ে জসিমের সম্পৃক্ততা গ্রহণ করতে বলেন।
সেই সময় রাসেল ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান, ২০২০ সালের ১ ডিসেম্বর কোম্পানির শেয়ারহোল্ডারদের বিরোধ নিষ্পত্তির একটি আবেদন হাইকোর্ট শুনানি জন্য গ্রহণ করেছেন। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন সেটিকে অগ্রাহ্য করে সালিস করেন।