স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে নামলো

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর শনাক্তের হার সর্বনিম্ম পর্যায়ে এসে পৌঁছেছে। রবিবার ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ১১ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হারে যার সংখ্যা মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ। এদিন কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। এ ছাড়া ১৪ উপজেলার মধ্যে ২টি ছাড়া বাকি ১২টি উপজেলায় কেউ আক্রান্ত হয়নি। আজ সোমবার (১১ অক্টোবর) এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

তথ্য মতে, এদিন চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তের মধ্যে ৮ জন নগরের আর ৩ জন উপজেলার।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৫ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা আগের দিনের মতো ১ হাজার ৩১১ জনই।

ল্যাবগুলোর মধ্যে চমেক ল্যাবে ৬৬টি নমুনার মধ্যে ১ জন, শেভরনে ৪৬২টি নমুনার মধ্যে ২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৬টি নমুনা পরীক্ষা করে ১ জন, চবিতে ২৩ জনের নমুনা পরীক্ষায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। বাসস

আরো পড়ুন:

করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *