খেলাধুলা

ঘোষণা দিয়েই অভিষেকে প্রথম বলে ছক্কা মেরেছেন ইশান

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: টি-টোয়েন্টি অভিষেকে মুখোমুখি প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলেন ইশান কিশান। তরুণ এই কিপার-ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেক হলো আরও অহংকারী মেজাজে। নেমেই ছক্কা মারবেন, এমন ঘোষণা দিয়েছিলেন ড্রেসিংরুমে। করেও দেখালেন তা-ই। রোববার কলম্বোয় তারুণ্য নির্ভর দ্বিতীয় সারির ভারতের কাছে উড়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। আগে ব্যাট করে লঙ্কাঙ্কদের ২৬২ রান ৮০ বল আগে পেরিয়ে ৭ উইকেটে জেতে ভারত।

এই ম্যাচে অভিষেক হওয়া বাঁহাতি ইশান ৪২ বলে ৮ চার, ২ ছক্কায় করেছেন ৫৯ রান।

৬ষ্ঠা ওভারে দলের ৫৮ রানে ২৪ বলে ৪৩ করা পৃথ্বী শো ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন তিনি। মুখোমুখি প্রথম বলেই ক্রিজ থেকে বেরিয়ে এসে অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভাকে উড়ান লং অন দিয়ে সীমানার বাইরে।

ম্যাচ শেষে বিসিসিআই টিভিতে সতীর্থ যুজভেন্দ্র চেহেলের সঙ্গে আলাপে বেরিয়ে আসে এই তরুণের আত্মবিশ্বাসের গল্প। নিজের জন্মদিনে অভিষেক হওয়ায় এমনিতেই বর্ণিল ছিল তার দিন। সেটা দুর্বিনীত মনোভাবে করলেন আরও অন্যরকম,  ‘আমি মনে হয় অনেক কিছুই আমার পক্ষে গেছে। এটা আমার জন্মদিন ছিল,  আমি ৫০ ওভার কিপিং করলাম। আমি জানতাম উইকেটে তেমন একটা স্পিন কাজ করছে না। আমি জানতাম এটা সেরা সুযোগ প্রথম বলেই ছক্কা মারার। আমি সবাইকে বললাম যে বল যেখানেই পড়ুক আমি প্রথম বলে গিয়েই ছক্কা মারব।’

আইপিএল দিয়ে বিশ্ব ক্রিকেটে নজরে আসা ইশান ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের একজন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রিশভ পান্তসহ প্রথম সারির ক্রিকেটারদের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়ার মঞ্চ চেয়েছেন আলোকিত করতে। কোন রকমের স্নায়ুচাপে না পড়ে স্বাভাবিক খেলার চিন্তা ছিল তার শুরু থেকে, ‘অনুশীলনের সময়েই টের পেলাম আমি ভাল টাচে আছি। বল বেশ ভালো লাগছিল ব্যাটে। ম্যাচেই তাই করলাম। আমি জানতাম তেমন কিছু বদলাতে হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *