নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি এখনও শক্তিশালী হয়নি। এটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ৬২ কিলোমিটার। এই মুহূর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’

সোমবার (২৪ মে) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইয়াস’ মোকাবিলা বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মানুষ বানাচ্ছে বাবুই-চড়ুই-দোয়েলের ঘর

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে বাংলাদেশ থেকে বেশ দূরে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। যদি গতিপথ পরিবর্তন না করে, তবে বাংলাদেশের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।’

এনামুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশে আঘাত করলে, মোকাবিলা করার জন্য আমাদের ভলান্টিয়াররা প্রস্তুত আছেন। প্রস্তুত আছেন আমাদের জেলা প্রশাসকরা। আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, আবহাওয়া অধিদফতরের পরিচালক শমসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *