পর্যটন ও পরিবেশ

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত দেশের উপকূলীয় ৭ জেলার প্রায় ১০ হাজার পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ১৮ উপজেলার ৪৭টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, তারপুলিন ও হাইজিন কিট পৌঁছে দিয়েছে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ।

সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাবের নেতৃত্বে ও ম্যানেজিং বোর্ড সদস্যগণের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত জেলাসমূহে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী এই ৭ জেলায় ইমিনেন্ট ডিআরইএফ’র আওতায় পূর্বাভাসভিত্তিক কার্যক্রম (এফবিএ) অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: তুমুল বৃষ্টিতে ঘুম ভাঙলো রাজধানীবাসীর | গরমে এলো স্বস্তি

এছাড়াও যেসব পরিবার পানিবন্দি রয়েছে তাদের তাৎক্ষণিক খাদ্য চাহিদা মেটাতে শুকনা খাবার, ওরস্যালাইন ও খাবার পানি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (সার্জিকাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার) প্রদান করা হয়েছে।

সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, “দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতিমূলক উদ্যোগের ফলে বিগত বছরগুলোতে বিভিন্ন দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে যা সারা বিশ্বে একটা দৃষ্টান্ত। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। তার উপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ুর ব্যাপক পরিবর্তনে বেড়েছে দুর্যোগের মাত্রা ও তীব্রতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা যে অভিজ্ঞতা পেয়েছিলাম সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আজকে কাজ করে যাচ্ছি। আশা করি যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *