আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় আইডার দাপটে ৭ দিনেও স্বাভাবিক হয়নি লুইজিয়ানা

ঘূর্ণিঝড় আইডা আঘাত হানার ৭ দিন পরও স্বাভাবিক অবস্থায় ফেরেনি লুইজিয়ানা। এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় ৬ লাখ মানুষ।
ঘূর্ণিঝড় ও বন্যায় যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। বিদ্যুৎ সংকটের কারণে ব্যাহত হচ্ছে লুইজিয়ানার স্বাস্থ্যসেবা ব্যবস্থা। আহতদের চিকিৎসার পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া নিয়ে চলছে সংকট। জরুরি ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে ওষুধ, খাবার ও পানি।
এরইমধ্যে সড়ক-মহাসড়ক থেকে উপড়ে পড়া গাছ এবং অন্যান্য ধ্বংস্তুপ সরানোর কাজ শুরু হয়েছে। চলছে উদ্ধার অভিযানও।
এদিকে জলাবদ্ধতার কারণে এখনও বন্ধ নিউ ইয়র্ক-নিউ জার্সির সাবওয়ে এবং রেল যোগাযোগ ব্যবস্থা। উপদ্রুত এলাকাগুলোয় দেয়া হচ্ছে জরুরি সহায়তা। শুরু হয়েছে ঘরবাড়ি সংস্কারের কাজ।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *