খেলাধুলা

ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: এক ক্রিস গেইল ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের এই অবস্থা হতবাকই করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে হারের দুঃখে ডুবে থাকার সময় নেই। দ্রুতই সব ভুলে নতুনভাবে শুরু করার আশ্বাস দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।

৬ উইকেটে হারের পর পোলার্ড বলেন, ‘আন্তর্জাতিক দল হিসেবে ৫০ রানে অলআউট হওয়াটা কখনোই গ্রহণযোগ্য নয়। তবে আমরা শক্তভাবে ফিরে আসবো। আমাদের ব্যাটিং ভালো হয়নি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট এমনভাবে শুরু করাটা হতাশার। তবে আমাদের সেটা মানতে হবে এবং সেখানে কী হয়েছে তার দায় নিতে হবে। এই ম্যাচ ভুলাটা খুব বেশি জরুরি। আমাদের জন্য সেটা সহজেই মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।’

ব্যাটিং ভালো না হলেও বোলিং খারাপ হয়নি ক্যারবিয়ানদের। ৫৫ রানের অল্প পুঁজি নিয়েও ইংলিশদের চেপে ধরে তারা। আকিল হোসেন একাই নেন দুই উইকেট। শুরুতে বিশ্বকাপ দলে না থাকলেও ফ্যাবিয়ান অ্যালেনের ইনজুরিতে কপাল খুলে যায় এই স্পিনারের।

তাকে নিয়ে পোলার্ড বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে কঠিন পরিশ্রম করেছে। তার মনোভাব দুর্দান্ত, তার মধ্যে প্রচুর শক্তি আছে যেটা চমৎকার। বিরতির পর আমি বলেছিলাম ছেলেদের সেরাটা দিতে।’

ওয়েস্ট ইন্ডিজের পরের চারটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। তা নিয়ে পোলার্ড বলেন, ‘প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, আমাদের এখনো চার ম্যাচ আছে টুর্নামেন্টে এবং আমরা সেগুলো খেলতে মুখিয়ে আছি।’

আরো পড়ুন:

রোহিতকে নিয়ে প্রশ্নে আঁতকে উঠলেন কোহলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *