জাতীয়বিনোদনসর্বশেষ

ঘরে সিয়াম চুপচাপ আমি অ্যাকশনে থাকি জানালেন অবন্তী

ঘরে সিয়াম চুপচাপ আমি অ্যাকশনে থাকি জানালেন অবন্তী

অভিনেতা সিয়ামকে পেশাগত দিকে নানাভাবে অনুপ্রাণিত করেন স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী তবে ঘরে সিয়াম চুপচাপ আমি অ্যাকশনে থাকি জানালেন অবন্তী। সিয়ামের কাজগুলো দেখে বিভিন্নভাবে ভালো লাগা প্রকাশ করেন অবন্তী।

নতুন করে সিয়ামের ‘শান’ সিনেমায় তাকে অ্যাকশন লুকে দেখে মুগ্ধ হয়েছেন স্ত্রী অবন্তী।বৃহস্পতিবার রাতে যমুনা ব্লকবাস্টারে ‘শান’ সিনেমার গেট টুগেদার প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অবন্তী।

জানালেন, শান সিনেমাটি ঈদে মুক্তি পেলেই এদিনই প্রথম দেখলেন। কারণ সময় করে উঠতে পারেননি। কিছুদিন আগে তাঁর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। এটাই মূলত কারণ। ’

অবন্তী বলেন, ‘সিনেমা যেহেতু কম মুক্তি পায় সে কারণে খুব বেশি দেখা হয় না। তা ছাড়া অ্যাকশন ফিল্মও বেশি দেখা হয়নি। স্বামী হিসেবে ঘরে সিয়াম অ্যাকশনে খুব নমনীয়, সেখানে অ্যাকশনে আমি থাকি। সিয়াম খুবই চুপচাপ। ’

‘শান’ সিনেমা মারকাটারি অ্যাকশনরূপে হাজির হয়েছেন সিয়াম। বলা যায়, এটি তার প্রথম অ্যাকশন ফিল্ম! রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে সিয়ামের সেই অ্যাকশন রূপ অবন্তীকে মুগ্ধ করেছে। তিনি বলেন, সিয়ামের অ্যাকশন আমাকে মুগ্ধ করেছে।

অবন্তী বলেন, সিয়াম ঝগড়া করলে পাশের মানুষ বুঝতে পারে না। তবে শান সিনেমার মাধ্যমে সিয়ামের অ্যাকশন আমার পাশাপাশি দর্শকরাও পছন্দ করেছে। সিনেমায় সিয়ামকে ১০-এ কত নম্বর দেবেন? কিছুটা চুপ থেকে হেসে অবন্তী বলেন, ‘ইনফিনিটি’।

শান চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম এ রাহিম। এই চলচ্চিত্রটি পোড়ামন-২ ও দহন-এর পর সিয়াম-পূজা জুটির তৃতীয় চলচ্চিত্র।

সিনেমা সম্পর্কে তারিক আনাম খান বলেন, সিয়াম এখন দারুণ কিছু কাজের অংশ হয়ে যাচ্ছে। তার একটি শান। এর আগে ছিল মৃধা বনাম মৃধা। ঈদের ছবি শান দর্শক দেখছেন এটা দেখে ও শুনে দারুণ ভালো লাগা কাজ করছে। আজ আমি ছবিটি দেখলাম। দেখার পর বুঝলাম কেন দর্শকরা ছবিটি দেখছেন। আশা করি, এমন ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ‘

সিয়াম স্ত্রীসহ উপস্থিত হয়েছিলেন। সিয়াম বলেন, ‘আজ আমাদের ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে শান দেখতেই টিম শানের এই আয়োজন। যারা ছবিটি দেখেতে এসেছেন তাদের সবার কাছেই আমি ও আমরা কৃতজ্ঞ। ঈদের দিন থেকেই দর্শকদের অভূতপূর্ব রেসপন্সে আমি অভিভূত। সবাই হলে এসে সিনেমাটি দেখছেন। বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর এই সংগ্রামে সবাই শামিল হয়েছেন, এ জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আগামীতেও সবাই বাংলা ছবির সঙ্গেই থাকবেন। ’

পরিচালক এম রাহিম বলেন, ‘ঈদে মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার প্রথম সিনেমাকে দর্শক এত ভালোবাসা দেবেন, ভাবতে পারিনি। ’

এই প্রদর্শনীতে সিয়াম ও শান টিমকে শুভেচ্ছা জানাতে ঢালিউড সুপারস্টার আরেফিন শুভ, রিয়াজ, রোজিনা, অঞ্জনা তারিক আনাম খানের মতো বড় বড় তারকারা উপস্থিত হোন। আরো হাজির হোন অভিনত্রী সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, নাদের চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, নির্মাতা রায়হান রাফি, সৈকত নাসির, সঞ্জয় সমাদ্দারসহ ছোট পর্দার সাফা কবির, টয়া, শাওনসহ অনেক তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *