ক্যারিয়ার ও চাকরি

গ্লোবাল ইসলামী ব্যাংকে নবীনদের চাকরি।। বেতন ৪৮,০০০ টাকা

ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু বাংলা:  গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার পদে সারা দেশে কর্মী নিয়োগ দেওয়া হবে। সদ্য বিশ্ববিদ্যালয় পাস নবীন স্নাতকোত্তর প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ এমবিএ/ এমবিএম/ স্নাতকোত্তর অথবা সিএসই, ইইই, ইটিই বিভাগ থেকে বিএসসি পাস। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০–এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

বেতন: মাসিক বেতন ৪৮ হাজার টাকা। এক বছর শিক্ষানবিশকাল শেষে অফিসার পদে স্থায়ী কর্মী হিসেবে ব্যাংকে নিয়োগ দেওয়া হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

শর্ত: নিয়োগ পেলে এ ব্যাংকে একটানা পাঁচ বছর চাকরি করার ফরমে স্বাক্ষর করতে হবে।

যেভাবে আবেদন: গ্লোবাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে ক্যারিয়ার ট্যাবে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে জীবনবৃত্তান্তের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জানুয়ারি ২০২২।

আরো পড়ুন:

আসপিয়ার চাকরির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *