তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

গ্রুপ কলিংয়ের সময়সীমা এক ঘণ্টা করছে ‘গুগল মিট’

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: গুগল মিট’র ফ্রি অ্যাকাউন্টের গ্রুপ কলিংয়ের সময় সীমিত করে আনতে যাচ্ছে গুগল মিট। এতদিন ১০০ জন ব্যবহারকারী একসঙ্গে যতক্ষণ ইচ্ছা মিটিং করতে পারতেন। এখন সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত করা যাবে।

গুগল মিট ব্যবহারকারীদের সাপোর্ট পেজের নতুন একটি আপডেট থেকে জানা যায়, ব্যবহারকারীদের এখন মিটিং চলাকালে ঠিক ৫৫ মিনিটের মাথায় একটি সতর্ক বার্তা দেওয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় ওয়ান-টু-ওয়ান কলে এখনও একটানা ২৪ ঘণ্টা কথা বলা যাবে, কিন্তু দু’জনের বেশি হলেই তা এক ঘণ্টায় সীমিত হয়ে যাবে বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য।

তবে গুগল ওয়ার্কস্পেসের একজন একক সাবস্ক্রাইবার ২৪ ঘণ্টা পর্যন্ত একক অথবা গ্রুপ কলের হোস্ট হতে পারবেন।

প্রসঙ্গত, গুগল ওয়ার্কস্পেসের মধ্যে জি-মেইল, চ্যাট, ক্যালেন্ডার, ড্রাইভ, ডকস, শিটস ও মিটসহ অন্যান্য অ্যাপ মিলিয়ে বর্তমানে ৩০০ কোটির বেশি  ব্যবহারকারী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *