প্রচ্ছদ

গ্রিন পাসপোর্টের অনুমোদিত টিকার তালিকায় ভারতের কোভিশিল্ড

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশের মধ্যে যাতায়াতের জন্য গ্রিন পাসপোর্ট চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই গ্রিন পাসপোর্টের অনুমোদিত টিকার তালিকায় কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডকে রাখার কথা বলেছিল ভারত। প্রথমে রাজি না হলেও চাপে পড়ে কোভিশিল্ডকে মেনে নিয়েছে ইউরোপের আটটি দেশ। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, ভারতের টিকাকে অনুমোদন না দিলে ইউরোপের টিকার গ্রহণযোগ্যতাও অস্বীকার করার শর্ত রেখেছিল ভারত। তারা বলেছিল, বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের নিভৃতবাসে রাখা হবে। সেই হুঁশিয়ারির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সুইটজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও স্পেন ভারতের কোভিশিল্ড টিকাকে তাদের অনুমোদন দিয়েছে।

এর আগে বিদেশে কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছিলেন, কোভ্যাক্সিন নিয়ে যে সমস্ত ছাত্র ছাত্রী বিদেশে পড়তে যাচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে। অনেককে নিজের খরচে বিদেশে ১৫ দিন কোয়ারেনটাইনে থাকতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছিল। এরপরই বিষয়টি নিয়ে ইউরোপের মেডিসিন এজেন্সির দ্বারস্থ হয় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *