স্বাস্থ্য

গ্রিনপাস নীতিতে পরিবর্তন আনলো ইতালি সরকার

ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: আবারও গ্রিনপাস নীতির পরিবর্তন আনতে যাচ্ছে ইতালি সরকার। টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণের পরও করোনা আক্রান্ত হলে স্থগিত করা হবে গ্রিনপাস। আগামী ১৬ ডিসেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা।

ইতালিতে এ পর্যন্ত মোট জনসংখ্যার ৮৮ শতাংশের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে ৮৫ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। দেশটির পূর্ণ টিকা গ্রহণকারীরা সুপার এবং প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা সাধারণ গ্রিনপাস বহন করে থাকেন।

তবে গ্রিনপাস ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এখন থেকে টিকা গ্রহণের পরও কেউ যদি করোনা আক্রান্ত হন সঙ্গে সঙ্গে তার গ্রিনপাস স্থগিত করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সেই সঙ্গে করোনা আক্রান্ত হলে থাকতে হবে দশদিনের কোরেন্টাইনে। পরে করোন নেগেটিভ হলে সয়ংক্রিয়ভাবে ঐ ব্যক্তির গ্রিনপাস একটিভ হয়ে যাবে। তবে সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে এরইমধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন:

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *