শিল্প ও বাণিজ্য

গ্রামীণফোন দেবে ৫০ হাজার পিপিই ১০ হাজার টেস্টিং কিট

ধূমকেতু প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের চিকিৎসায় সরকার নির্ধারিত হাসপাতালে ৫০ হাজার পিপিই ও ১০ হাজার টেস্টিং কিট দেওয়ার কথা জানিয়েছে দেশের শীর্ষ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও আইসিইউতে ব্যবহারের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম হিসেবে কাভার-অল, মাস্ক, গ্লাভস ও গগলস দেওয়া হবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘বিশ্বব্যাপী এই অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জের মুহূর্তে ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে আসাই আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, ‘কোনো দেশই এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল না। আমি এই কঠিন সময়ে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়ায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।’

এ সম্পর্কে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জেনারেল অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, প্রতিষ্ঠানটি নিজে থেকেই এ ব্যাপারে তাদের এগিয়ে আসার কথা জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে পরামর্শ করে তারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সুরক্ষার জন্য পিপিই আনার চেষ্টা করছে। তারা বেশ কিছু পিসিআর টেস্ট কিটের ব্যবস্থাও করেছে।’

গ্রামীণফোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। কোভিড-১৯ মোকাবিলায় অন্যান্য প্রতিষ্ঠানগুলোও সরকারের পাশে এসে দাঁড়াবে বলে তিনি আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *