এক প্রবীণ ভারতীয় বন্ধুর মাধ্যমে জানতে পারলাম অনেকেই স্বপরিবারে এখানে বসবাস করেন:
সাউথ ইন্ডিয়ার পুদুচেরিতে “অরোভিল” নামে একটা গ্রাম/টাউনশিপ আছে। গ্রামটিকে বলা হয় এক্সপেরিমেন্টাল গ্রাম। এই গ্রামে ৬০ টি দেশের প্রায় ৩০০০ মানুষ বাস করে। এই গ্রামে কোন ধর্ম নেই, গোত্র নেই, রেষারেষি নেই, রাজনীতি নেই, দেশ ও জাতীয়তা নেই। এই গ্রামের একমাত্র আদর্শ হিউম্যানিটি! মানুষ বড়-ছোট যে কাজই করুক তার বেতন একই, ১২০০০ রুপি। ডাক্তারের বেতনও ১২,০০০; সুইপারের বেতনও ১২,০০০। মানুষের বিলাসিতার জন্য অর্থ উপার্জনের প্রতিযোগীতা নেই, শান্তি ও সুরক্ষার এক আদর্শ জনপদ এই অরোভিল। এক ফ্রেন্স মহিলা এই গ্রামের গোড়াপত্তন করেন। গ্রামে কোন ধর্মীয় উপাসনালয় নেই, একটি যায়গা আছে যেটাতে কেবল নিরবতা পালন করার জন্য মানুষ যায়। এই গ্রামের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবই কর্তৃপক্ষের দায়িত্বে। গ্রামটিতে জাতিসংঘ, ইউনেস্কো অনেক টেককেয়ার করে কারন গ্রামটি এক্সপেরিমেন্টাল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই গ্রামে অপরাধ নেই, নেই মানে ০%, জিরো পার্সেন্ট। বাংলায় তেমন কোন প্রবন্ধ পাবেন না, তবে ইংরেজীতে Auroville লিখে সার্চ দিলে ইন্টারনেট ও ইউটিউবে অনেক রিসোর্স পাবেন।
.
শুধুমাত্র হিউম্যানিটির উপর বেস করে একটা গ্রাম কতটা সফল হতে পারে, পৃথিবীতে মানুষের টিকে থাকতে গেলে যে হিউম্যানিটি ও একতা ছাড়া কোন বিকল্প নেই তার একটা এক্সপেরিমেন্ট এই গ্রাম।
( সংগৃহীত ) fecebook