কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দিশালা গুয়ানতানামো বে থেকে সব আফগান বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ওই বন্দিশালায় বর্তমানে বন্দি আছেন আফগান নাগরিক আসাদুল্লাহ হারুনগুল। তিনিই গুয়ানতানামোয় বন্দি সর্বশেষ আফগান নাগরিক বলে জানা গেছে।
এবার আসাদুল্লাহ হারুনগুলকে মুক্তি দেওয়া হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
আসাদুল্লাহ হারুনগুল ছাড়াও গুয়ানতানামো থেকে মুক্তি পাচ্ছেন ইয়েমেনি নাগরিক সানাদি সালাম আল-কাজিমি।
আসাদুল্লাহ হারুনগুল (৪০) কোনো উগ্রবাদি সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন না এবং তিনি তার অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়েছেন বলে তাকে মুক্তি দেওয়া হচ্ছে।
২০০৭ সালে উগ্রবাদি সংগঠনকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আসাদুল্লাহ হারুনগুলকে গ্রেফতার করা হয়। তিনি হারুন আল আফগানি নামেও পরিচিত।
গত বছর থেকে হারুনগুল প্রচণ্ড বিষণ্নতায় ভুগছেন বলে গুজব শোনা যায়।