বিনোদন ডেস্ক, ধূমকেতু বাংলা: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্বামী নাগা চৈতন্য আক্কিনেনির পদবি ছেঁটে ফেলার পরপরই সামান্থা রুথ প্রভুর বিয়ে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। পরে সামান্থা-নাগা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। আলোচিত এ বিচ্ছেদের কারণ নিয়ে এখনো কোনো পক্ষই মুখ খোলেনি। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে নানা কারণ জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এসব কারণের মধ্যে আছে ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’তে যৌন দৃশ্যে সামান্থার অভিনয়, ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয়। সামান্থা শ্বশুরবাড়ির পরিবারের আপত্তি অগ্রাহ্য করে প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন- এটাকেও একটা কারণ হিসেবে বলা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব কারণে স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয় সামান্থার।
তবে নাগা বা সামান্থার পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। সম্প্রতি সামান্থা জানিয়েছেন, বিয়ে ভাঙলে নারীর মধ্যেই দোষ খোঁজা হয়। পুরুষদের দোষ দেওয়া হয় না। এটা বন্ধ করতে হবে।
আরো পড়ুন: