দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ ফল প্রকাশ করা হয়। ফলাফল ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) পাওয়া যাচ্ছে।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ১ নভেম্বর অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 
গত সোমবার (১ অক্টোবর) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *