ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তার কর্মীদের জানিয়েছে, কোভিড -১৯ টিকানীতি না মানলে তাদের বেতন কেটে নেওয়া হবে- চূড়ান্ত পর্যায়ে তাদের চাকরিচ্যুতও করা হবে। গুগল থেকে প্রাপ্ত নথির বরাত দিয়ে ১৪ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।
গুগলের ওই নথিতে বলা হয়েছে, ৩ ডিসেম্বরের মধ্যে কর্মীদের ভ্যাকসিন স্ট্যাটাস প্রকাশ করতে হবে। প্রমাণপত্র আপলোড করতে হবে। অথবা মেডিকেল ও ধর্মীয় কারণে টিকা নিতে না পারার বিষয়টি জানাতে হবে।
নির্দিষ্ট সময়ের পর কারা নির্দেশনা মানেনি তা দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছরের ১৮ জানুয়ারির মধ্যে যারা কোভিড ভ্যাকসিন বিধি মানবে না তাদের বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে ৩০ দিনের জন্য। এরপর বেতনছাড়াই ছয়মাসের ছুটি দেওয়ার হবে, চূড়ান্ত পর্যায়ে চাকরিচ্যুত করা হবে।
আরো পড়ুন:
গ্রিনপাস নীতিতে পরিবর্তন আনলো ইতালি সরকার