শিল্প ও বাণিজ্য

গাড়ি বিক্রির রেকর্ড করে শীর্ষস্থানে টয়োটা

ডেস্ক রিপোর্ট , ধূমকেতু ডটকম: চলতি বছরের প্রথমার্ধে ৫৪ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রির রেকর্ড করেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এর মাধ্যমে সংস্থাটি বিশ্বের সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

দ্বিতীয় বছরের মতো প্রথমার্ধে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার মুকুট ধরে রেখেছে টয়োটা। এর আগে ২০১৯ সালের প্রথমার্ধে টয়োটা বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ প্রায় ৫৩ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছিল। সংস্থাটির মূল বাজার যুক্তরাষ্ট্র ও চীনে শক্তিশালী বিক্রির বিষয়টি এ রেকর্ড তৈরিতে অবদান রেখেছে।

সংস্থাটির এক কর্মকর্তা জানান, টয়োটা বিশ্বজুড়ে চিপ ঘাটতির প্রভাব সীমিত করতে সক্ষম হয়েছে। জানুয়ারি-জুন সময়ে টয়োটা বিশ্বব্যাপী ৫৪ লাখ ৬৭ হাজার ২১৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩ শতাংশ বেশি। এ পরিসংখ্যানে সংস্থাটির সাব-ব্র্যান্ড মিনিকার নির্মাতা দাইহাটসু মোটর ও ট্রাক নির্মাতা হিনো মোটরসের গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *