নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছে ফায়ার সার্ভিস, এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা পরিদর্শনে আসেন।
ফায়ার সার্ভিসের নিউমার্কেট জোনপ্রধান বজলুর রশীদ বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতেই গাউছিয়া মার্কেটে এসেছি। আমাদের মূল বিষয় হচ্ছে, এখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা দেখা। আমাদের কিছু যাচাই-বাছাই আছে। সেগুলোই করতে এসেছি।
এ সময় গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল হাসান বাবু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত আছেন।
এম/
আরো পড়ুন:
গুচ্ছভুক্ত হয়ে তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ জুন