জাতীয়রাজনীতিসর্বশেষস্বাস্থ্য

গভীর রাতে কম্বল বিতরণ করলেন ডিএনসিসি মেয়র আতিক

গভীর রাতে কম্বল বিতরণ করলেন ডিএনসিসি মেয়র আতিক

শীতার্তদের গভীর রাতে কম্বল বিতরণ করলেন ডিএনসিসি মেয়র আতিক।

ঘড়ির কাঁটা রাত বারটা ছুঁই ছুঁই। উত্তরার বাসা থেকে সাদামাটা পোশাকে বের হলেন একজন।
দীর্ঘকায় মানুষটির পরনে ট্রাউজার, টি-শার্ট। শীত বুঝে গায়ে দিলেন বাদামি রঙের জ্যাকেট। মাস্কে মুখ ঢাকা।

গাড়িতে উঠলেন। চলতে শুরু করলো গাড়ি। তার গাড়ির পেছনে রওনা হল পিকাপ (ছোট গাড়ি)। গাড়ি ভর্তি কম্বল। চুপচাপ চলে গেলেন বিমানবন্দর স্টেশনে। ব্যস্ত ঢাকা তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে। গাড়ি-ঘোড়া কমে আসছে রাস্তায়। উত্তরের বাতাস থেকে ধেয়ে আসছে শীত। স্টেশনে জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে কিছু বৃদ্ধ মানুষ।

গাড়ি থেকে নেমে কম্বল হাতে একে একে জড়িয়ে দিতে থাকলেন মানুষগুলোকে। একটু উঞ্চতা পেয়ে জেগে উঠলেন কেউ কেউ।

বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলেন কম্বল জড়িয়ে দেওয়া মানুষটি আর কেউ নয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন। বিনয়ের সঙ্গে মেয়র দোয়া চাইলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *