জাতীয়সর্বশেষ

গণটিকার ফের তারিখ ঘোষণা

গণটিকার ফের তারিখ ঘোষণা

করোনা সংক্রমণ ঠেকাতে প্রথম ডোজের পর গণটিকার ফের তারিখ ঘোষণা। এবার গণহারে দ্বিতীয় ডোজের টিাকা মানুষকে দেওয়া হবে। আগামী ২৮ মার্চ থেকে সারাদেশে গণহারে দ্বিতীয় ডোজের টিাকার কার্যক্রম শুরু হবে। এতে একদিনে এক কোটি করোনা টিকা দেওয়ার টার্গেট নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা।

চিঠিতে আরও বলা হয়, ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।

এর আগে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া কেন্দ্র করে জনসমাগম হয়। মানুষের আগ্রহ বেড়েছে টিকা নেওয়ার বিষয়ে। সেজন্য ২৮ মার্চে একদিনে ১ কোটি টিকা দেওয়ার টার্গের নেওয়া হয়েছে। এবার টিকা কেন্দ্রের সংখ্যা বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *