লেখালেখি

খোকন কুমার রায়ের কবিতা “খাঁচা”

খাঁচা

খোকন কুমার রায়

পাখিরে তোর কত কি বায়না

খাঁচার ভিতর রাখিতে চাই

তোর কি সহ্য হয় না?

পাখিরে তোর কত কি বায়না।।

পায়ে তোর শিকল দিলাম পোষ মানাবার লাগি

যতন করে রাখলাম তবু তুই হইলি বিবাগী

কেন বল ছটফটানি তোর এখনও যায় না?

পাখিরে তোর কত কি বায়না।।

খাঁচার ভিতর বন্দী পাখি মরে ছটফটাইয়া

সারাক্ষণ উড়াল দিতে চায় ডানা ঝাপটাইয়া

কত ভালোবাসলাম পাখি তবু কথা কয় না

পাখিরে তোর কত কি বায়না।।

আমি চাই পাখিটারে রাখিতে অন্তরে

পাখি চায় উড়াল দিতে নীল আসমান জুড়ে

তবে কি এ মিছে মায়া? প্রাণে যে আর সয় না

 পাখিরে তোর কত কি বায়না।।

মজবুত খাঁচা পাখির তবু দিলাম ঢেকে

তবু হায় পালায় পাখি শূন্য খাঁচা রেখে

একা বসে কান্দি আমি, তাও সে দেখা দেয়না

পাখিরে তোর কত কি বায়না।।

আরও পড়ুন: খোকন কুমার রায়ের কবিতা “সরল সমীকরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *