মূলধন গেলো
খোকন কুমার রায়
আমার ধন-মূলধন সবই গেলো লাভেরই আশায়
একলা বসে ভাবছি এখন দারুণ হতাশায়
লাভ-লোকসান না বুঝে ঠকেছি লেনদেনে
শেষকালে দেউলিয়া হয়ে স্মরি তোমায় মনে।
বোঝাই তরী ভিড়বে না আর কোনো ঘাটে
করবো না আর সওদাগরি তোমাদের এই হাটে
দেনা অনেক জমে আছে মহাজনের কাছে
চতুর্দিকে লোকসান আমার জগত হইল মিছে।
কত ধন দিয়েছো দয়াল, ব্যবহার না জেনে
সব কিছু হারালাম তোমার বিধি না মেনে
ভবের লেনদেন বাদ দিয়ে সব, তোমারই পথে
বড়ই আশায় পাড়ি দিচ্ছি জীর্ণ এই রথে।