বহতা
খোকন কুমার রায়
তুমিই আমায় ডেকেছিলে উষ্ণ আমন্ত্রণে
ভেবেছি তুমি ডাকবে কাছে সাদর সম্ভাষণে
উঁকি দিয়েছিলাম তোমার মনের দরজায়
একটি বারও আমায় কাছে ডাকলে না যে হায়।
প্রতিক্ষাতে রয়েছি আমি অনন্তকাল ধরে
যদি ফের এই আমাকে তোমার মনে পড়ে
অতিথি নয়, এসেছি আমি ভিখারী বেশে হায়
কত বিকেল ফুরিয়ে গিয়ে সন্ধ্যে হয়ে যায়।
তুমি কি তবে হয়েছো আজ অন্য দুয়ারী?
বিষাদ সাগর তোমাকেও দিতে হবে পাড়ি
হৃদয় ভেঙে হে বহতা যদিবা সুখ পাও
তবু কেন পিছু ডাকে আমারে কাঁদাও?