পাগল
-খোকন কুমার রায়

ভেঙ্গে হৃদয় আমায় তুমি ছাইড়া দিলা একা

বনবাদাড়ে ঘুরে বেড়াই পাইতে তোমার দেখা।

সংসার ছাড়িয়া আমি ঘুরি দেশে দেশে

পাগল বেশে দেখে আমায় মানুষজন যে হাসে।

এই না পিরিত কইরা রে বন্ধু ভুগছি জনমভর

ছিলাম আপন এককালে, এখন হইলাম পর।

পিরিতের জ্বালায়রে বন্ধু অঙ্গ যায় জ্বলে

বিচ্ছেদের অনল এমনই, নিভেনা তো জলে।

ক্ষণিক ভালোবেসে মোরে কোথায় চলে গেলা

অতৃপ্ত রাখলারে মন এ কী নিঠুর খেলা।

প্রেমেরই ফল মিঠা অতি, পরখে ছিল সখ

মনের আশা মনেই রইল, স্মরি তোমার মুখ।

প্রেমসঞ্চয়ে বানাইছি ঘর, করিয়া যতন

নিঠুর বন্ধু ভেঙ্গে দিলা তাসের ঘরের মতন।

তুমি ছিলা জানের জান পরাণপ্রিয় পাখি

সর্ব অঙ্গ কান্দে, তোমার সুখস্পর্শ লাগি।

খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *