লেখালেখি

খোকন কুমার রায়ের প্রতিবাদী কবিতা ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’

দ্রৌপদীর বস্ত্রহরণ
-খোকন কুমার রায়

আজও দ্রৌপদীর বস্ত্রহরণে উল্লসিত পিশাচ দল

কোন হতভাগীর গর্ভসঞ্চারে জন্মেছিলি পিশাচেরা বল?

যখন তোদের মায়ের সম্ভ্রম নাশিবে অন্য পিশাচেরা

তখনও কি তোরা উল্লাস করবি দেখে মায়ের বস্ত্র ছেঁড়া?

যখন তোদের বোন করবে আর্তনাদ বাঁচাতে সম্ভ্রম

তখনও কি তোরা চুপ থাকবি ওরে নরাধম?

বাঁচাতে সম্ভ্রম ধরে পিশাচের পা কাঁদে বোনেরা অসহায়

মানুষগুলো সব অন্ধ-বধির সাহায্য করে না তো হায়!

নির্যাতিতার আর্তনাদে যখন কাঁদে এই প্রকৃতি

অভিশাপে তার ধ্বংস হবে আজ পাবে না কেউ নিষ্কৃতি।

দুঃশাসন ধরেছিল দ্রৌপদীর কেশ মুঠি করে শক্ত

সেই হাত ছিন্ন করে ভীম করেছিল পান দুঃশাসনের রক্ত।

ভীম হতে আজ ইচ্ছা জাগে মনে, ক্ষুব্ধ অঙ্গীকার

করে ছিন্ন পিশাচের বুক, করব রক্তপান, থামাবে আমায় সাহস কার?

আমরা অসভ্য, আমরা ইতর, পারিনি দিতে মা-জাতির সম্মান

আর্তচিৎকারে প্রকম্পিত বাতাস, শোনায় কেয়ামতের ফরমান।

খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, ধূমকেতু ডটকম।

আরও পড়ুন: খোকন কুমার রায়ের কবিতা ‘খোঁজ রে মনা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *